নতুন করে চাল আমদানির প্রয়োজন নেই: খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারের গুদামে সর্বোচ্চ খাদ্য মজুদ রয়েছে। ফলে নতুন করে চাল আমদানির প্রয়োজন নেই।

নওগাঁর (২০ সেপ্টেম্বর) দুপুরে সাপাহারে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: দেশে চালের অভাব নেই: খাদ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, সরকারিভাবে বাজেট করা হয়েছিল পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। তবে আমদানির আর প্রয়োজন নেই। কারণ আউশের ব্যাপক চাষ হয়েছে। যে কারণে আর আমদানির প্রয়োজন হচ্ছে না। পাশাপাশি খাদ্য রাখার জায়গা সংকটের ফলে খাদ্য বান্ধব কর্মসূচির দুই মাসের চাল একসঙ্গে দিতে হচ্ছে। আরও পাঁচ লাখ মেট্রিক টন গম পাইপ লাইনে রয়েছে। ফলে দেশে খাদ্যের কোনো অভাব নেই।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা অধিদপ্তরের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. গোলাম মওলা, সাপাহার উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুনসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।