রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ আটক ৩

বাগেরহাটের রামপালে ২৬৩ কেজি তামার তারসহ তিনজনকে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট গেটে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ফকিরহাট উপজেলার ভাড়াশিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে মো. মেহেদী হাসান (১৯), খুলনার রূপসা উপজেলার খাজা ডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে মো. মাহাবুব হোসেন (২১) ও খুলনার সোনডাঙ্গা উপজেলার গোবর চাকা এলাকার মফিজ সরদারের ছেলে মো. জাহাঙ্গীর সরদার (৪৮)।
আরও পড়ুন: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চুরি, ২ যুবক আটক
আনসার ব্যাটালিয়ন-৩ এর সহকারী পরিচালক শাহনাজ জেসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিকে আনসার সদস্যরা বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গেটে অভিযান চালায়। এ সময় ২৬৩ কেজি কপার ক্যাবলসহ তিনজনকে আটক করা হয়। এসময় তার বহন করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
২০২২ তারিখ থেকে এ পর্যন্ত ৬০ টির বেশি অভিযানে প্রায় ৭৯ লাখ ৩০০ টাকার চোরাই মালামাল ও ৫৪ জন চোরাকারবারিকে আটক করা হয়।
আরএইচ/জিকেএস