বগুড়া

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

বগুড়ায় খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের সাজা বাতিল ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে পথযাত্রা করেছে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ)। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চার জেলার বিএনপিপন্থি দুই শতাধিক আইনজীবী অংশ নেন।

পদযাত্রা শেষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়ার সভাপতি অ্যাডভোকেট আলী আজগরের সভাপতিত্বে সমাবেশে ইউএলএফের কেন্দ্রীয় কনভেনার অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ইউএলএফের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও বার কাউন্সিলের বর্তমান সদস্য ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

jagonews24

আরও পড়ুন: পদযাত্রায় পুলিশ-আইনজীবী সংঘর্ষ: ৪৯ আইনজীবীর জামিন 

ইউএলএফের কেন্দ্রীয় কনভেনার অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আইনজীবীরা বাড়ি ফিরে যাবে না। দ্রুত এ সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া সাজা প্রত্যাহার করতে হবে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।