প্রথমবারের মতো চালু হলো পেনশন স্কিম স্মার্ট রেজিস্ট্রেশন বুথ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো সর্বজনীন পেনশন স্কিম স্মার্ট রেজিস্ট্রেশন বুথ চালু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সদর উপজেলা চত্বরে এ বুথ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
আরও পড়ুন: যেসব কারণে সর্বজনীন পেনশন স্কিম চালু
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখের সভাপতিত্বে এসময় সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইন, ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, নারী ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, সর্বজনীন পেনশন স্কিম প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ। এতে করে সামাজিক নিরাপত্তা সৃষ্টি হবে। সর্বজনীন পেনশন স্কিমে কোনো ধরনের ঝুঁকি নেই। এনিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম