কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে মারধর, ক্ষোভে তরুণের বিষপান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:২৯ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

ফেনীর পরশুরামে এক কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে মারধর করায় ক্ষোভে বিষপানে আত্মহত্যা করেছেন নুরুল আবছার (১৮) নামে এক তরুণ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নুরুল আবছার উপজেলার চিথলিয়া ইউনিয়নের চন্দনা গ্রামের মো. ইউসুফের ছেলে। পেশায় তিনি নির্মাণ শ্রমিক ছিলেন।

নুরুল আবছারের বাবা মো. ইউসুফের দাবি, দুপুরে রাজেষপুর গ্রামের নুর নবীর ছেলে মহিন ও তার চার-পাঁচজন সহযোগী মিলে আবছারকে মারধর করে। তার ছেলে আবছার ক্ষোভে নিজ বাড়িতে গিয়ে বিষপান করে। পরিবারের সদস্যরা তাকে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আবছার মারা যান।

চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, স্থানীয় একটি মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে আবছারকে মারধর করা হয়। নুর নবীর ছেলে মহিন ও তার কয়েকজন সহযোগী মারধরের ঘটনা ঘটায়। ক্ষোভে আবছার বাড়িতে গিয়ে বিষপান করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন খাঁন জাগো নিউজকে বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনো বিস্তারিত জানা যায়নি। আবছারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।