খতনার সময় শিশুর বিশেষ অঙ্গ কেটে ফেললেন হাজাম

বরিশালের বাকেরগঞ্জে খতনা করার সময় এক শিশুর বিশেষ অঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে হাজামের বিরুদ্ধে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলার বাকেরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, বাকেরগঞ্জ উপজেলা পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদের বাসিন্দা শাহজাহান হাজামকে আমার ছেলের মুসলমানির জন্য বাড়িতে ডাকা হয়। তিনি এসে খতনার সময় সামনের চামড়া না কেটে বিশেষ অঙ্গের অর্ধেক পরিমাণ কেটে ফেলেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে ছেলেকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে স্থানান্তর করেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র মিত্র জাগো নিউজকে বলেন, ওই লোক দীর্ঘদিন ধরে এ কাজ করেছে। তার বয়স এখন ৯০ এর কোঠায়। এরপরও যেহেতু তিনি ভুল করেছেন তার এলাকার মেম্বার-চেয়ারম্যান ডেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, এ কাজ আর জীবনেও করবেন না। এছাড়া ওই শিশুর চিকিৎসার সব খরচ বহন করবেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান জাগো নিউজকে বলেন, লোকমুখে বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।
শাওন খান/এসজে/এমএস