নেত্রকোনায় হাওরে ডুবে একজনের মৃত্যু
নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরের পানিতে ডুবে অধীর সরকার (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাদবপুর পুরানপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত ভিম সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে খোঁজ পাওয়া যায়নি অধীরের। পরে শুক্রবার বাড়ির পাশের হাওরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার বলেন, আমি ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
কামাল হোসাইন/আরএইচ/এএসএম