ক্যাম্পে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৫৮ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যাম্প-৮ ওয়েস্টে এ অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

গ্রেফতার মোহাম্মদ জুনায়েদ (১৯) ক্যাম্প-৮ ওয়েস্টের আই-১৮ ব্লকের আব্দুর রহমানের ছেলে।

১৪ এপিবিএন অধিনায়ক মো. ইকবাল বলেন, গোপন সংবাদের খবরে শনিবার সন্ধ্যায় ওই ক্যাম্পে অভিযান চালানো হয়। অভিযানে জুনায়েদকে গ্রেফতারের পর তল্লাশি করে একটি ওয়ান শুটারগান, সাতটি রিভলভারের গুলি, চারটি শটগানের কার্তুজ, ১৩টি ফায়ারকৃত রাইফেলের গুলি, ১৯টি রাইফেলের গুলির খোসা পাওয়া যায়। গ্রেফতার রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সায়ীদ আলমগীর/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।