মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

বগুড়ার আদমদীঘিতে মাছ ধরে ফেরার সময় বজ্রপাতে হাফিজুল ইসলাম (৩৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) উপজেলা হরিণমারা গ্রামে এ ঘটনা ঘটে।

হাফিজুল বগুড়ার কাহালু উপজেলার চকদহ গ্রামের শাহজাহান আলীর ছেলে। এসময় তার সঙ্গে থাকা একই গ্রামের মৃত মহসিনের ছেলে বুলবুল (৩৫) গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: কুয়াকাটায় বজ্রপাতে জেলের মৃত্যু 

স্থানীয়রা জানায়, সকালে বুলবুল তার খালু শ্বশুর হাফিজুলকে নিয়ে মাছ ধরতে নাগর নদে যান। দুপুরে বৃষ্টি আসায় মাছ ধরা শেষ করে তারা বাড়ি ফিরছিলেন। এমন সময় উপজেলার হরিণমারা-বাগিচাপাড়া গ্রামের ফসলি মাঠে পৌঁছালে বজ্রপাতে হাফিজুল ইসলাম মারা যান। বুলবুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা বুলবুলকে উদ্ধার করে বগুড়ার হেলথ সিটি হাসপাতালে ভর্তি করেন।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মণ বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।