বগুড়ায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকারিয়া রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার শালগ্রামের মৃত আয়নাল হকের ছেলে হোমিও চিকিৎসক একরামুল হক বাবলু (৬৮) ও সোনাতলা উপজেলার নাগরপাড়া গ্রামের আবু তালেবের স্ত্রী মিনি বেগম (৫৫)।

আরও পড়ুন: পেঁয়াজবোঝাই ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ডা. জাকারিয়া রনি বলেন, ২০ সেপ্টেম্বর বাবলু জ্বর নিয়ে শজিমেক হাসপাতালে আসলে ডেঙ্গু শনাক্ত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। এছাড়াও সোনাতলা উপজেলার গৃহবধূ মিনি বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার সকালে হাসপাতালে ভর্তি হন। রোববার রাতে তীব্র শ্বাসকষ্ট নিয়ে তার মৃত্যু হয়।

বগুড়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর বগুড়ায় ডেঙ্গুতে আট জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বগুড়া শজিমেকসহ হাসপাতালে ২৫ জনসহ জেলার অন্যান্য সরকারি-বেসরকারি হাসপাতালে ৬৪ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। সোমবার আরও ২৮ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে।

জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।