যাত্রী সেজে ভ্যান ছিনতাই, পরে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আব্দুর রহিম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধার করা হয়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আব্দুর রহিম উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামের মৃত রুস্তম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভ্যানচালক শাহজাহান আলী কোচাশহর থেকে তিন যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জের দিকে রওয়ানা দেন। শ্রীমুখ স্বাস্থ্য কেন্দ্রের সামনে পৌঁছালে তাকে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যান যাত্রীরা। এ ঘটনায় পরে মামলা করেন শাহজাহান আলী। রোববার রাতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ভ্যান উদ্ধার ও ছিনতাইয়ে জড়িত আব্দুর রহিমকে গ্রেফতার করে পুলিশ।

ওসি শামসুল আলম শাহ বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শামীম সরকার শাহীন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।