গাইবান্ধা
ডিজেল কম দিয়ে জরিমানা গুনলো ফিলিং স্টেশন
গাইবান্ধায় ডিজেল পরিমাপে কম দেওয়ার অপরাধে একটি ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন করে বিক্রির অপরাধে আরও এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মৌমিতা গুহ ইভা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসন ও রংপুর বিভাগীয় বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ডিজেল কম দেওয়ার অভিযোগে সদর উপজেলার পশ্চিম কোমরনইস্থ মেসার্স গাইবান্ধা ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা এবং সিএম ও মোড়কজাতকরণ লাইসেন্স না নিয়ে অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন করে বিক্রি এবং বিতরণের অপরাধে মাস্টারপাড়াস্থ মেসার্স আঞ্জুস কিচেনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহ ইভা বলেন, তেল কম দেওয়া ও অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন করে বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শামীম সরকার শাহীনে/এসজে/এমএস