মধ্যরাতে ইউপি মেম্বারের বাড়ির চালে ফাটলো পটকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

বগুড়া সদরে কারাগারে থাকা আলম শেখ নামের এক ইউপি মেম্বারের বাড়িতে পটকা ফাটিয়ে আতঙ্ক তৈরির অভিযোগ উঠেছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার এরুলিয়া বানদিঘী ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আলম শেখ এরুলিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ও মৃত লজি শেখের ছেলে।

ইউপি মেম্বার আলম শেখের স্ত্রী মনিরা বেগম বলেন, আমার স্বামী কারাগারে থাকায় মেয়েকে নিয়ে বাড়িতে একাই ছিলাম। সোমবার দিনগত রাত ১টার পর দুই দফায় বাড়ির টিনের চালে বিকট বিস্ফোরণের শব্দ হয়। সকালে গ্রামের মানুষদের ঘটনাটি জানালে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে টিনের চাল থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। যাচাই-বাছাই শেষে জানানো হয়, এগুলো পটকা ছিল।

মনিরা বেগম আরও বলেন, ঘটনার সময় কাউকে দেখতে পাইনি। তাই নির্দিষ্টভাবে কাউকে নিয়ে অভিযোগও নেই।

গত ৪ সেপ্টেম্বর বগুড়া সদরের এরুলিয়া বানদিঘী বাজারে আশিক সরকার নামের এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে ডান হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করা হয়। তিনি বানদিঘী ফকিরপাড়া গ্রামের তোজাম্মেল হক তোতার ছেলে।

ঘটনার পর আশিকের বড় ভাই লালন সরকার সদর থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে ওই মামলার তিন নম্বর আসামি ইউপি মেম্বার আলম শেখকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই তিনি বগুড়া জেলা কারাগারে আছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, খবর পেয়ে ইউপি মেম্বারের বাড়ি পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে তিনটি পটকা উদ্ধার করা হয়। পটকাগুলোর মধ্যে হাতবোমা জাতীয় কোনো দ্রব্যাদি ছিল না। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।