৪৯৭ গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

মোংলা বন্দরে ৪৯৭টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে ভিড়েছে বিদেশি জাহাজ এম ভি লোটাস লিডার। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পানামা পতাকাবাহী এ জাহাজটি বন্দর জেটিতে ভিড়েছে। দুপুর থেকেই গাড়ি খালাসের কাজ শুরু হয়েছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনওয়াইকে বাংলাদেশ লিমিটেডের সুপারভাইজার মো. রুহুল আমিন বলেন, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা এম ভি লোটাস লিডার ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে ভিড়ে। সেখানে ৩০০ গাড়ি খালাসের পর ২৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়েছে। দুপুর থেকেই জাহাজ থেকে গাড়ি খালাসের কাজ শুরু হয়। গাড়ি খালাস শেষে ২৭ সেপ্টেম্বর জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।

আরও পড়ুন: তিনদিনে বেনাপোল দিয়ে ভারত গেলো ১৭৪ টন ইলিশ

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, পদ্মা সেতুর সুফলে ঢাকা থেকে সড়ক পথে মোংলা বন্দরের দূরত্ব কমেছে। ফলে আমদানি-রপ্তানিকারকেরা এখন আগের তুলনায় বেশি আগ্রহী হয়ে পড়েছেন এ বন্দর ব্যবহারে।

তিনি আরও বলেন, সম্প্রতি চট্টগ্রাম বন্দরকে পেছনে ফেলে রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে রেকর্ড গড়েছে মোংলা বন্দর।

আবু হোসাইন সুমন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।