কুড়িগ্রামে কবির বিন আনোয়ার

ভিসানীতির কারণে বিএনপিই বেকায়দায় পড়বে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার বলেছেন, আমেরিকার ভিসানীতির কারণে আওয়ামী লীগ ভীত নয় বরং এতে বিএনপিই বেকায়দায় পড়বে। কারণ বিএনপির আন্দোলন মানে অগ্নিসন্ত্রাস, ভাড়াটে কিছু লোক দিয়ে ত্রাস সৃষ্টি করা। জনগণকে নিয়ে বিএনপির আন্দোলন করার কোনো ক্ষমতা নেই।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী ও সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু উপস্থিত ছিলেন।

কবির বিন আনোয়ার বলেন, ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৪১টি জেলায় এ পর্যন্ত স্মার্ট কর্নার খোলা হয়েছে। এখানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তারা সরকারের উন্নয়ন কর্মসূচি ছাড়াও গুজব প্রতিরোধসহ নানা বিষয়ের কনটেন্ট প্রচার করবেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক হবে। আওয়ামী লীগের সমর্থক ছাড়াও সাধারণ মানুষকে ভোট দিতে উদ্বুদ্ধ করা হবে। কাজেই ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ব্যাপক থাকবে।

পরে তিনি জেলা পরিষদ হলরুমে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

ফজলুল করিম ফারাজী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।