বসতঘর থেকে দুই মাসের শিশু চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩

মুন্সিগঞ্জের মিরকাদিমে ঘর থেকে আযান নামের দুই মাসের এক শিশু চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোর পৌনে ৭টার দিকে পৌরসভার গোপালনগর এলাকায় এ ঘটনা ঘটে। আযান ওই এলাকার মো. শরীফের ছেলে।

চুরি হওয়া শিশুর মামা মো. মুক্তার হোসেন জানান, সকালে শ্রাবণী বেগম তার দুই মাসের ছেলে আযানকে বসতঘরের খাটে ঘুমিয়ে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। এ সময় ঘরের ভিতর অন্য কেউ ছিল না। বাড়ির অন্যরাও ঘরে ঘুমিয়ে ছিলেন। দরজা খোলা রাখার সুযোগে শিশুটিকে কেউ চুরি করে নিয়ে যান। পরে শ্রাবণী বেগম ঘরে এসে দেখেন শিশুটি ঘরে নেই।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।