যুবদল নেতার মামলায় কারাগারে আ’লীগ নেতা, এলাকাবাসীর সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩

জামালপুরে জাকিরুল ইসলাম জনি নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। জাকিরুল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সরোয়ার হোসেন, আব্দুর রশীদ, জামিল মিয়া ও মোছাম্মত জেমি।

তাদের অভিযোগ, ২০২০ সালে পৌরসভার ফেরিঘাট এলাকায় কামরুন্নাহার কাকলী নামে এক নারীর কাছ থেকে ৩৩ লাখ টাকায় তিন শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন আওয়ামী লীগ নেতা জনি। সম্প্রতি ওই জমির মালিকানা দাবি করেন কামরুন্নাহার কাকলীর ভাই জেলা যুবদল নেতা মোফাজ্জল হোসেন তাপস। এ ঘটনায় বুধবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাতে সদর থানায় মামলা দায়ের করেন তিনি। পরে রাতেই আওয়ামী লীগ নেতা জনিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

যুবদল নেতার মামলায় কারাগারে আ’লীগ নেতা, এলাকাবাসীর সড়ক অবরোধ

এই ঘটনা শোনার পর বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। জনির মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসেন তারা। এতে সড়কের দুইপাশে যানবাহন বন্ধ হলে দুর্ভোগ তৈরি হয়। এলাকাবাসীর দাবি জাকিরুল ইসলাম জনিকে আজকের মধ্যে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ মুঠোফোনে জাগো নিউজকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ছনকান্দা এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে মোফাজ্জল হোসেন তাপস বাদী হয়ে মামলা দায়ের করায় জাকিরুল ইসলাম জনিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নাসিম উদ্দিন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।