পবিত্র কাবা থেকে ভিডিও বার্তা, যা বললেন শামীম ওসমান
ওমরাহ থেকে ফিরে জেলায় মাদক নির্মূলে কাজ করার কথা বলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পবিত্র কাবা শরিফ থেকে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘আল্লাহর ঘরে দাঁড়িয়ে সবাইকে সালাম জানাচ্ছি। সবার জন্য মন খুলে দোয়া করেছি। আমার এলাকাবাসীর জন্য দোয়া করেছি। দেশবাসীর জন্য দোয়া করেছি। মুসলিম উম্মাহর জন্য দোয়া করেছি। আপনারা দোয়া করবেন যাতে আমার হজ (ওমরাহ) কবুল হয়।’
তিনি আরও বলেন, ‘এই কাবা শরিফ ছুঁয়ে আমি ওয়াদা করেছিলাম নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ পল্লি উঠিয়ে দেবো। আল্লাহ আমাকে কবুল করেছিলেন। শেখ হাসিনার উসিলায় আমি সেটা করেছিলাম।’
আরও পড়ুন: সবার কাছে ক্ষমা চেয়ে ওমরাহ করতে যাচ্ছেন শামীম ওসমান
শামীম ওসমান বলেন, ‘আমি বিনীত অনুরোধ করছি, আপনারা যারা ভালো মানুষ আছেন দয়া করে যদি এগিয়ে আসেন...পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না। ভালো মানুষ এগিয়ে এলে, পঞ্চায়েতভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুললে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ বন্ধ করতে পারি। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে নিয়ে আসেন, এবার ফিরে এ ব্যাপারে উদ্যোগ নেবো। এজন্য আমি সবার সহযোগিতা চাই।’
এরআগে রোববার (২৪ সেপ্টেম্বর) পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহর উদ্দেশ্যে দেশত্যাগ করেন এমপি শামীম ওসমান। সৌদি আরব যাওয়ার আগে তিনি সবার কাছে হাতজোড় করে ক্ষমা প্রার্থণা করেন। সেইসঙ্গে আবার যেন দেশে ফিরে আসতে পারেন সেজন্য দোয়া চান।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম