কাশফুলে মুগ্ধ দর্শনার্থীরা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৩

কাশফুলে ছেয়ে গেছে সিদ্ধিরগঞ্জের নাভানা ভূঁইয়া সিটি এলাকা। বিকেল হলেই দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে এলাকাটি। দূর-দূরান্ত থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে ভিড় করেন।

সরেজমিনে দেখা যায়, কাশফুলে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। অনেকেই পরিবার-পরিজন, অনেকেই আবার বন্ধু-বান্ধব নিয়ে এখানে ঘুরতে এসেছেন। স্মৃতিকে ধরে রাখতে দর্শনার্থীরা ছবি তুলছেন, কেউ আবার ভিডিও করছেন।

এদিকে কাশফুল কেন্দ্র করে এর আশপাশে বসেছে ছোট ছোট ভাসমান দোকান। যেখানে রয়েছে চটপটি, ফুচকা, ঝালমুড়িসহ নানান ধরণের খাবার। আবার রয়েছে নারীদের নানা কসমেটিকস পণ্য।

আরও পড়ুন: শরতের কাশফুলে অপরূপ ক্যাম্পাস

নারায়ণগঞ্জ থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা আমিনুল ইসলাম নামের একজন জানান, সপ্তাহের অন্যান্য দিন কাজের ব্যস্ততা থাকায় পরিবার নিয়ে ঘুরতে বের হওয়া হয় না। আজ ছুটির দিন হওয়ায় পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম। পরিবারের ইচ্ছাতে অন্যান্য বিনোদনকেন্দ্র বাদ দিয়ে এখানে আসা।

আশরাফুল আলম নামের স্থানীয় এক বাসিন্দা জানান, দিনদিন জনবসতি বৃদ্ধি পাওয়ায় সিদ্ধিরগঞ্জে কোনো বিনোদন কেন্দ্র নেই বললেই চলে। কিন্তু কাশফুলে ছেয়ে যাওয়ায় নাভানা সিটি এলাকাটি বর্তমানে সিদ্ধিরগঞ্জের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। তাই জীবনের একঘেয়েমিতা দূর করতে সবাই এখন এখানে ছুটছেন।

স্ত্রীকে নিয়ে ঘুরতে আসা শাহরিয়ার দীপ্ত জানান, এর আগেও এখানে কয়েকবার আসা হয়েছে। কাশফুলে ছেয়ে যাওয়ায় স্থানটি অনেক সুন্দর। তাই স্ত্রীকে নিয়ে বারবার এখানে আসা হয়।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।