ফতুল্লায় বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:২৭ এএম, ০২ অক্টোবর ২০২৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার অভিযোগে বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১ অক্টোবর) দুপরে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় আসামি হিসেবে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, জাহিদ হাসান রোজেল, তুষার আহমেদ মিঠু, ছাত্রদল নেতা মেহেদী হাসান দোলন, হাজী শহিদুল্লা, কাউন্সিলর ইকবাল হোসেনসহ ৩৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে আসামিরা সশস্ত্র অবস্থায় হাতে মশাল, লোহার রড, হকিস্টিক, চাপাতি, ককটেলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাস্তা অবরোধ করে। তারা খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে লিংক রোডের রঘনাথপুরস্থ আজিমুনসান মাদরাসাগামী সিদ্ধিরগঞ্জে যাওয়ার প্রবেশপথে রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে মশাল মিছিল করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার খবর পেয়ে আসামিরা পালিয়ে যায়।

মামলার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জাগো নিউজকে বলেন, নাশকতার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা এমন কোনো কর্মসূচি পালন করেনি। নেতাকর্মীদের হয়রানি করতেই এ মামলা হয়েছে। এর আগেও এমন গায়েবি মামলা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।