ডোবা থেকে শিশুর মরদেহ টেনে আনছিল কুকুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০২:১৯ পিএম, ০২ অক্টোবর ২০২৩

মুন্সিগঞ্জে নানাবাড়ি থেকে চুরির চারদিন পর আজান নামে ২ মাসের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে মিরকাদিম পৌরসভার গোপালনগর এলাকায় ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজান নারায়ণগঞ্জের আলিগঞ্জ এলাকার ট্রাকচালক মো. শরীফের ছেলে।

গেলো বৃহস্পতিবার সকালে নানাবাড়ি থেকে চুরি হয় শিশুটি। এ ঘটনায় থানায় অভিযোগ করেছিলেন শিশুটির মামা।

জানা যায়, জন্মের পর থেকে মায়ের সঙ্গে নানাবাড়িতেই ছিল শিশু আজান। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে মা শ্রাবণী বেগম তার ছেলে আজানকে ঘরে ঘুম পাড়িয়ে বাইরে যান প্রকৃতির ডাকে সাড়া দিতে। এ সময় দেখার জন্য রমিজা বেগম নামে এক প্রতিবেশীকে বলে যান। তবে ফিরে এসে দেখেন সেই নারী আর সন্তান কেউ নেই। পরে খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি।

ডোবা থেকে শিশুর মরদেহ টেনে আনছিল কুকুর

সোমবার সকালে পাশের বাড়ির ডোবা থেকে একটি কুকুর টেনে শিশুর মরদেহ বের করছে দেখতে পান স্থানীয়রা। সামনে এগিয়ে দেখা যায় সেটিই নিখোঁজ আজানের মরদেহ। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী।

শিশুর দাদি শাহানা বেগম বলেন, ভালো থাকার জন্য নানাবাড়িতে পাঠিয়েছিলাম। কীভাবে খুন করলো আমার নাতিকে। মানুষ এত নিষ্ঠুর কেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনার পর মানবপাচার আইনে মামলা হয়েছিল। আজ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রমিজা বেগম নামে একজন গ্রেফতার হয়েছেন। কেন এ হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে।

আরাফাত রায়হান সাকিব/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।