নড়াইলে সুলতান পদক পেলেন শিল্পী আব্দুল মান্নান


প্রকাশিত: ০৬:৪৭ এএম, ২৫ মার্চ ২০১৬

নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে ১৮ মার্চ শুরু হওয়া সাত দিনব্যাপী সুলতান মেলা বৃহস্পতিবার শেষ হয়েছে। এবার মেলায় বাংলাদেশ টেলিভিশনের প্রধান নকশা প্রস্তুতকারক শিল্পী আব্দুল মান্নানকে সুলতান পদকে ভূষিত করা হয়েছে।

সুলতান পদক পাওয়ায় শিল্পী মান্নান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, সুলতানের মতো এত বড় মাপের একজন গুণী শিল্পীর নামাঙ্কিত পদক পেয়ে নিজেকে ধন্য ও গর্বিত মনে হচ্ছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সুলতান মেলার নামকরণে স্থানীয় কর্তৃপক্ষ টেকনিক্যাল ভুল করেছেন। পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড সুলতান মেলা না লিখে সৌজন্যে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড লিখতে পারতেন।

স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি দর্শক সমাগম ঘটেছিল এবার। কিন্তু সুলতান মেলাকে এবার নিষ্প্রাণ মনে হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আসা সুলতান অনুরাগী চারুশিল্পী রমেশ শীল ও এখলাছ উদ্দীনের। তাদের মতে সময়োপযোগী ও আমলাতান্ত্রিক আধিপত্যের কারণে সুলতান মেলা তার নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য হারাতে চলেছে। সুলতান মেলা হওয়া উচিত ছিল চারুশিল্পীদের মেলা যেখানে অন্য মাধ্যমের শিল্পীরা আসবেন তাদের উৎসাহিত করতে।

তারা জানান, সবচেয়ে দুঃখের বিষয় হলো যে মহিয়সী মহিলা গুরুকে (সুলতানকে) আগলে রেখে দিন-রাত পরিশ্রম করে বাঁচিয়ে রেখেছিলেন, সেই নিহার বালাকে অনুষ্ঠানে ডাকা হয়নি। অতিথিদের সামনে তার মনের আকুতি ও অনুভূতি বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।

স্থানীয় সুধিজন ও শিল্পীদের মধ্যে মেলার ব্যবস্থাপনা ও নামকরণ নিয়ে তর্ক-বিতর্ক থাকলেও সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না। প্রচণ্ড ভ্যাপসা গরমকে উপেক্ষা করে রাত অবধি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মানুষের পদচারণায় ছিল মুখর।

বৃহস্পতিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম,পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান রাজীব উদ্দিন আহমেদ চপল, শিল্পী বিমানেশ বিশ্বাস, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হেলাল মাহামুদ শরীফ।

হাফিজুল নিলু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।