মেঘনায় ডুবলো কয়লাবাহী জাহাজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০২ অক্টোবর ২০২৩

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ‘এমভি আল নাহিয়ান’ নামের একটি কয়লাবাহী জাহাজ ডুবে গেছে। তবে জাহাজের নাবিক-শ্রমিকসহ ১২ জন অন্য একটি জাহাজে করে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজটিতে কী পরিমাণ কয়লা ছিল তাও জানা যায়নি।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় রামগতির বড়খেরী নৌপুলিশের ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে সকালে চট্টগ্রাম থেকে দাউদকান্দির উদ্দেশ্যে যাওয়ার পথে মেঘনা নদীর রামগতি চরগজারিয়া ও হাতিয়া উপজেলার মৌলভির চর এলাকায় জাহাজডুবির ঘটনা ঘটে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও জাহাজ কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

রামগতির বড়খেরী নৌপুলিশের ইনচার্জ ফেরদৌস আহমেদ বলেন, জাহাজটি কয়লাবাহী ছিল। দাউদকান্দির উদ্দেশ্যে এটি ছেড়ে আসে। ঘটনাস্থলে পৌঁছালে জাহাজের তলা ফেটে যায়। এতে পানি ঢুকে জাহাজের বেশিরভাগ অংশ নদীতে ডুবে গেছে। পরে একই কোম্পানির অন্য একটি জাহাজ এসে নাবিক এবং শ্রমিকদের উদ্ধার করে নিয়ে যায়।

কাজল কায়েস/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।