আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:০৪ এএম, ০৩ অক্টোবর ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দেলোয়ার হোসেন নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২ অক্টোবর) রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দেলোয়ার হোসেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক।

স্থানীয়রা জানান, ব্রাহ্মন্দী এলাকার একটি বাজারে আড্ডা দিয়ে রিকশায় করে বাড়ি যাচ্ছিলেন দেলোয়ার হোসেন। এসময় দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক তৈয়ব বলেন, কে বা কারা হামলা করেছে বিস্তারিত বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জেনে বিস্তারিত বলতে পারবো। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।