মেহেরপুরে গমে ব্লাস্ট রোগ : আগুনে পুড়িয়ে ধ্বংস
মেহেরপুরের বাড়াদী ও চিৎলা পাট বীজ উৎপাদন খামারে ব্লাস্ট রোগে সংক্রমিত ২শ ৭৬ একর জমির গম পুড়িয়ে দেয়া হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার বাড়াদী এবং গাংনী উপজেলার চিৎলা পাট বীজ উৎপাদন খামারের ম্যাজিস্ট্রেট ও বীজ উৎপাদন খামারের কর্মকর্তাদের উপস্থিতিতে গম ক্ষেতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
চলতি বছরে মেহেরপুরের দুটি বীজ উৎপাদন খামারে ২৭৬ একর জমি থেকে প্রায় ৩৫০ মেট্রিক টন গম বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল বলে জানিয়েছেন বিএডিসি কর্তৃপক্ষ।
মেহেরপুর বাড়াদী বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক মতিয়ার রহমান খাঁন জানান, উন্নত বীজ উৎপাদনের লক্ষ্যে দুইটি খামারে ২৭৬ একর জমিতে গম চাষ করা হয়। হঠাৎ করে ব্লাস্ট রোগ দেখা দেয় গম ক্ষেতে। এতে গমের শীষ মরে যায় ও পাতা হলুদ রং ধারণ করে। এ গম ক্ষেত থেকে উৎপাদিত বীজে ব্লাস্ট ভাইরাসের জীবানু থাকতে পারে এবং এই রোগ যেন পরবর্তী বছরে আবারো ক্ষেতে সংক্রমিত না হয় সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী জেলার দুইটি বীজ উৎপাদন খামারের সমস্ত গম পুড়িয়ে দেওয়া হয়েছে।
চাষীদের পরবর্তী আবাদে বীজ ঘাটতি হওয়ার বিষয়ে তিনি জানান, যেহেতু শুধু মাত্র মেহেরপুর জেলার গম ক্ষেতে রোগের সংক্রমণ হয়েছে আমরা বাইরে থেকে বীজ এনে বীজের ঘাটতি পূরণ করতে পারবো।
আতিকুর রহমান টিটু/এফএ/এমএস