গাইবান্ধায় মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০৩ অক্টোবর ২০২৩

গাইবান্ধায় মাদক মামলায় আব্দুস সালাম (৪৫) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ফিরোজ কবির এ আদেশ দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুস সালাম সিরাজগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে।

আদালতের দায়িত্বরত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ২০২১ সালের ১৪ জুন গোবিন্দগঞ্জ উপজেলায় ৫০০ মিলিগ্রাম ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আব্দুস সালামকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামির উপস্থিতিতে আজ এ রায় ঘোষণা করেন। সন্ধ্যায় আসামিকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শামীম সরকার শাহীন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।