পচা-বাসি খাবার বিক্রি

চুয়াডাঙ্গায় ফুচকা হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ০৫ অক্টোবর ২০২৩

চুয়াডাঙ্গা শহরের কবরী রোডে অভিযান চালিয়ে পচা-বাসি খাবার বিক্রির অভিযোগে ভাই ভাই ফুসকা হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, চুয়াডাঙ্গা শহরের কবরী রোডে ভাই ভাই ফুসকা হাউজ নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পচা-বাসি খাবার বিক্রি করে ক্রেতাকে ঠকিয়ে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে ফুসকা হাউজে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ফ্রিজে রাখা বাসি-পচা খাবার ও পোড়াতেল নষ্ট করা হয়। পরে তাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরির নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।


হুসাইন মালিক/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।