ব্যাংক থেকে ১০ লাখ নিয়ে পালানোর সময় যুবককে গণপিটুনী
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ইসলামি ব্যাংক শাখা থেকে ১০ লাখ টাকা হাতিয়ে পালানোর সময় ধরা পড়েছেন উজ্জ্বল নামের এক যুবক। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে ব্যাংকের ক্যাশ সেকশনে ঢুকে ১০ লাখ টাকার একটি বান্ডিল নিয়ে পালানোর সময় ধরা পড়েন তিনি। পরে তাকে গণপিটুনী দিয়ে পুলিশে দেওয়া হয়।
এ ঘটনায় আলমডাঙ্গা ইসলামী ব্যাংক শাখার ম্যানেজার (অপারেশন) মো. মোমিনুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটক উজ্জল হোসেন চুয়াডাঙ্গার দর্শনার দুধপাতিলা গ্রামের নুরু বাঙ্গালের ছেলে।
ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার কায়সার আলম জানান, ক্যাশ সেকশনের ভেতরে হটাৎ লাল গেঞ্জি পরিহিত এক যুবককে দেখে প্রথমে সন্দেহ হয়। তার দিকে তাকালে দেখতে পাই টাকার বান্ডিল ছোট একটি ব্যাগে নিয়ে ক্যাশ সেকশেন থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এরপর তাকে ধরে ফেলা হয়। এ সময় ব্যাংকে আসা গ্রাহকরা তাকে গণপিটুনী দেন। তবে আমরা পুলিশে খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।
ইসলামি ব্যাংক আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক ওয়াদুদ আলী জানান, কর্মকর্তাদের কর্মব্যস্ততার ভেতর যুবকটি ক্যাশ সেকশনে ঢুকে টাকা নিয়ে বের হওয়ার চেষ্টা করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ব্যাংকের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হুসাইন মালিক/এফএ/জিকেএস