নড়াইলে পাঁচ হাজার মোমবাতি জ্বালিয়ে কালোরাত স্মরণ


প্রকাশিত: ১২:০৮ এএম, ২৬ মার্চ ২০১৬

নড়াইল শিল্পকলা একাডেমির মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের পাদদেশে পাঁচ হাজার মোমবাতি জ্বালিয়ে ২৫ মার্চের ভয়াল কালোরাতকে স্মরণ করেছে নড়াইলবাসী।  শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসন নড়াইল ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে মোমবাতি প্রজ্বলন, আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হেলাল মাহামুদ শরীফ।

অনুষ্ঠান থেকে বক্তরা ২৫ মার্চের কালোরাতে দেশে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যাকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণার দাবি জানান।

জেলা প্রশাসক মো. হেলাল মাহামুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার এমএম গোলাম কবির, ডেপুটি কমান্ডার এস এ মতিন, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মলয় কুন্ডু, বন্ধুসভার উপদেষ্টা শাহ জালাল মুকুল প্রমুখ অনু্ষ্ঠানে বক্তব্য রাখেন।

হাফিজুল নিলু/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।