ভোলায় ফেরি থেকে পড়ে একজন নিখোঁজ
বরিশালের লাহারহাট থেকে ভোলায় আসার পথে মাঝনদীতে ফেরি থেকে পড়ে মো. হারুন (৫০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (৬ অক্টোবর) ভোলা-বরিশাল রুটের মেহেন্দীগঞ্জ ও ভোলার মাঝামাঝি কালা বদর নদীতে এ ঘটনা ঘটে।
হারুন ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ধনিয়া গোডাউন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড সূত্র জানায়, বরিশালের লাহারহাট থেকে ‘অপরাজিতা’ নামের ফেরিতে করে ভোলায় ফিরছিলেন হারুন। দুপুরের দিকে ফেরিটি কালা বদর নদীতে এলে ওই ব্যক্তি ফেরি থেকে পড়ে নিখোঁজ হন। পরে তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। কিন্তু রাত ৮টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
শনিবার (৭ অক্টোবর) সকালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা হারুন অর রশিদ।
জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম