চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, ওই বৃদ্ধের পরনে ধুসর জিনস প্যান্ট ও গায়ে ছিল পাঞ্জাবি। এলাকার কোনো মানুষ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
হুসাইন মালিক/আরএইচ/এমএস