কিশোরীকে ধর্ষণের পর হত্যায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৯ অক্টোবর ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় শফিকুল ইসলাম হৃদয় (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাসুদ রানা ও বুলবুল নামে দুজনকে বেখসুর খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম রূপগঞ্জের জাহাঙ্গীর আলমের ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে তিনি ওই কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করেন বলে মামলা সূত্রে জানা যায়।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।