মেহেরপুরে মাদক কারবারির যাবজ্জীবন
মেহেরপুরে হেরোইন রাখার অভিযোগে তাজুল ইসলাম তাজু (৪৫) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার ৯ অক্টোবর দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ এ রায় দেন। তাজুল ইসলাম মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এমদাদ হোসেনের ছেলে।
আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য জানান, ২০১৯ সালের ২ সেপ্টেম্বর দুপুরে এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বাড়ির সামনে থেকে তাজুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মামলায় আটজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
মামলার অপর আসামি আলফাজ হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।
আসিফ ইকবাল/আরএইচ/এমএস