সীমান্তে ২৮ হাজার ডলার রেখে পালালেন পাচারকারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ০৯ অক্টোবর ২০২৩

মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত এলাকা থেকে ২৮ হাজার ইউএস ডলার উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার গুচ্ছগ্রাম মোড়ে অভিযান চালিয়ে ডলারগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন: পাচার হচ্ছিল সাড়ে ১২ কোটি টাকা মূল্যের রিয়াল-ডলার

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, সীমান্ত দিয়ে ইউএস ডলাল ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে বিজিবির সন্দেহ হয়। সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তার কাছে যেতেই তিনি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগটি তল্লাশি করে ভেতরে স্কচটেপ মোড়ানো দুই বান্ডিলে ২৮ হাজার ইউএস ডলার, একটি পুরাতন লোহার বটি এবং দুটি পুরাতন কাচি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করে উদ্ধারকৃত ইউএস ডলারগুলি মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

আসিফ ইকবাল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।