স্ত্রীর স্বীকৃতি না পেয়ে পরকীয়া প্রেমিকের বাড়িতে বিষপান নারীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:৩৩ এএম, ১০ অক্টোবর ২০২৩
প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্লাপুরে স্ত্রীর স্বীকৃতি না পেয়ে মাজেদা বেগম (৪২) নামের এক নারী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় রব্বানী সরকার (৪২) নামের তার পরকীয়া প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ অক্টোবর) রাতে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার রব্বানী সরকার উপজেলার রসুলপুর ইউনিয়নের বড় দাউদপুর গ্রামের সৈয়দ জামানের ছেলে।

পুলিশ জানায়, ২২ বছর আগে বড় দাউদপুর গ্রামে মাজেদা বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তার দুই মেয়ে রয়েছে। কয়েক বছর আগে মাজেদা বেগমের স্বামী মারা যান। পরে প্রতিবেশী রব্বানী সরকারের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। রব্বানী বিবাহিত। তারা বিভিন্ন সময় একসঙ্গে বাইরে ঘুরতে যান। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রব্বানী সরকারের বাড়িতে এসে স্ত্রী হিসেবে স্বীকৃতি চান মাজেদা বেগম। এসময় রব্বানী বিভিন্ন কথা বলে তাকে তাড়ানোর চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খেয়ে রব্বানী সরকারের বাড়ির উঠানে আত্মহত্যা করেন মাজেদা।

ঘটনার পর মাজেদা বেগমের মেয়ে রেখা মনি বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সোমবার (৯ অক্টোবর) দুপুরে আসামি রব্বানী সরকারকে গ্রেফতার করে।

সাদুল্লাপুর থানার ওসি মাহবুব আলম বলেন, এ ঘটনায় রব্বানী সরকারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শামীম সরকার শাহীন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।