চাঁদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
চাঁদপুরে মাদক মামলায় বাবু মুন্সী (৩৮) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) দিনগত রাতে সদর উপজেলার উত্তর মৈশাদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাবু মুন্সী চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের উত্তর মৈশাদীর মুন্সী বাড়ির তাফাজ্জল হোসেন মুন্সীর ছেলে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সদর উপজেলার উত্তর মৈশাদী এলাকা থেকে বাবু মুন্সীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন চাঁদপুর সদর মডেল থানার এএসআই মেহরাজ মাহমুদ। তার বিরুদ্ধে মাদক আইনে করা মামলায় সাজা হয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত ছিল। অবশেষে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
শরীফুল ইসলাম/জেএস/জিকেএস