ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে জরিমানা আদায় করতেন ২ যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১০ অক্টোবর ২০২৩

নোয়াখালীর কবিরহাট উপজেলার বিভিন্ন বাজারে ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার সময় দুই যুবককে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার (৯ অক্টোবর) রাতে ধানসিঁড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবগ্রাম বাজার থেকে তাদের আটক করা হয়। প্রতারকরা ওই বাজারে সার, বীজ ও কিটনাশকের দোকানে অভিযানের নামে টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

আটকরা হলেন-নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সোনাগাজী ফরদার বাড়ির মফিজ উল্ল্যার ছেলে গোলাম মোস্তফা বুলবুল (৪৪) ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার সুলতানের বাড়ির শাহজাহানের ছেলে রিয়াজুল ইসলাম সোহাগ (৩৮)।

আরও পড়ুন: ভুয়া মেজর পরিচয়ে লাখ লাখ টাকার প্রতারণা

বাজারের ব্যবসায়ীরা জানান, বেশ কয়েকদিন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায় করছিলেন তারা। সোমবার রাতে নবগ্রাম বাজারেও একই কায়দায় টাকা হাতিয়ে নেওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করলে প্রতারকরা নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেয়। পরে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুই প্রতারকের কাছ থেকে বিভিন্ন সরকারি দপ্তর ও পত্রিকার আইডি কার্ড পাওয়া গেছে। পরে শহীদ উল্যাহ নামের এক ব্যবসায়ীর করা মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।