অস্ত্রসহ আটকের ১৩ বছর পর ১০ বছরের কারাদণ্ড
নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় মো. শহীদুল ইসলাম (৪৮) নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. শহিদুল ইসলাম বরিশালের বাবুগঞ্জ এলাকার হোসেন সরদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
রায়ের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের পাগলা মুন্সিখোলা এলাকা থেকে অস্ত্রসহ শহীদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়। পরে ওই ঘটনায় থানায় মামলা দায়ের হলে আদালত বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করেন।
মোবাশ্বির শ্রাবণ/এফএ/এএসএম