কাপড়ের রং দিয়ে তালমিছরি তৈরি, লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ১১ অক্টোবর ২০২৩

নোয়াখালীর বেগমগঞ্জে কাপড়ের ক্ষতিকর রঙে তালমিছরি তৈরির অপরাধে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে চৌমুহনী বাজারের পপুলার ট্রেডার্সে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক (এডি) মো. কাওছার মিয়া।

jagonews24

আরও পড়ুন: তাল মিছরি কেন খাবেন? 

তিনি জাগো নিউজকে বলেন, অভিযান চালিয়ে পপুলার ট্রেডার্সের কাপড়ের ক্ষতিকর রং মিশিয়ে তালমিছরি তৈরির প্রমাণ মেলে। পরে ওই প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও জেলা পুলিশ লাইনসের একদল পুলিশ উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।