পায়ুপথে ভারতে সোনা পাচারের সময় যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১১ অক্টোবর ২০২৩

চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশকালে ৭০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বারসহ মো. সোহাগ (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। এসব সোনার মূল্য প্রায় ৬৪ লাখ টাকা।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে তল্লাশির পর সোনার বারসহ তাকে আটক করা হয়। সোহাগ শরীয়তপুরের জাজিরা থানার মেহেরআলী মাতবর কান্দী গ্রামের গোলাম মাওলা মাতবরের ছেলে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে একজনের গতিবিধি দেখে বিজিবি জওয়ানদের সন্দেহ হয়। এ সময় সীমান্ত মেইন পিলার ৭৬ থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের ভেতরে তার লাগেজ ও মালামাল তল্লাশি করে কিছু পাওয়া যায় না। পরে তার কথোপকথনে সন্দেহ হলে বিজিবি জওয়ানরা দর্শনার স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তার শরীরে এক্সরে করেন। এ সময় ওই ব্যক্তির পায়ুপথে ধাতবজাতীয় বস্তু দেখতে পাওয়া যায়।

জাহিদুর রহমান আরও বলেন, পরে ওই যাত্রীকে দর্শনা বিজিবি চেকপোস্টে এনে ফের তল্লাশি করলে পায়ুপথের ভেতর অভিনব কায়দায় লুকানো ৭০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি আইফোন ১৪ প্রো-ম্যাক্স মোবাইল, ৮২৪ ভারতীয় রুপি ও বাংলাদেশি নগদ ৪ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

এ বিষয়ে নায়েব সুবেদার মো. আব্দুল জলিল বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে আটক যুবককে দর্শনা থানায় হস্তান্তর করেন। উদ্ধার সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

হুসাইন মালিক/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।