বিয়েতে রাজি নন প্রেমিকা, পিস্তল দেখিয়ে আত্মহত্যার হুমকি যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১২ অক্টোবর ২০২৩

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়। এরপর ঘনিষ্ঠতা। একপর্যায়ে বিয়ের প্রস্তাব। কিন্তু প্রেমিকা প্রস্তাবে রাজি না হওয়ায় মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যার হুমকি দেন যুবক। এ ঘটনায় ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় যুবকের কাছ থেকে সেই পিস্তল, ম্যাগজিন ও গুলি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ডিককুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. আবিরুল ইসলাম প্রকাশ আলম (২২) ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকার মৃত আবুল কালামের ছেলে। তিনি দক্ষিণ ডিককুল জাফর আলমের জায়গায় শাহ মজিদিয়া এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন।

এক ভিডিওতে দেখা যায়, আবিরুল ইসলামের হাতে বিদেশি পিস্তল। এ পিস্তল থেকে বের করা হচ্ছে ম্যাগজিন। আর ম্যাগজিন থেকে বের করা হচ্ছে গুলি এবং আবারো ম্যাগজিনে গুলি ভরে তা পিস্তলে ঢুকানো হয়। যার ভিডিও নিজেই ধারণ করেন আবিরুল।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ফেসবুকের মাধ্যমে এক মেয়ের সঙ্গে পরিচয় হয় আবিরুল ইসলামের। এরপরও শুরু হয় কথাবার্তা। দুজনের মধ্যে বাড়ে ঘনিষ্ঠতা। মেয়েকে বিয়ের প্রস্তাব দেন আমিরুল। তবে মেয়েটি রাজি না হলে সময়ে-অসময়ে বিরক্ত করতে থাকেন তিনি। এরপর মেয়েটি যোগাযোগ বন্ধ করে দেন। এতে অভিমান করে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যার হুমকি দিয়ে একটি ভিডিও মেয়েটিকে পাঠান।

এএসপি মিজানুর আরও বলেন, এমন পরিস্থিতিতে বিষয়টি নজরে আসে পুলিশের। আর তদন্ত করে প্রযুক্তির সাহায্যে বৃহস্পতিবার সকালে আটক করা হয় আবিরুল ইসলামকে। পরে তার দেখানো স্থান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

সায়ীদ আলমগীর/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।