ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:০২ পিএম, ১৪ অক্টোবর ২০২৩

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৮২ জনের মৃত্যু রেকর্ড করা হলো।

শনিবার (১৪ অক্টোবর) দুপুর ২টা পর্যন্ত ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- মাগুরার চাঁদপুর গ্রামের রুপা আক্তার (২২), রাজবাড়ীর বালিয়াকান্দির গোলাপি বেগম (৭০) বালিয়াকান্দি, উড়াকান্দির হাবিবুর রহমান (৫০) ও ফরিদপুরের নগরকান্দার আব্দুর রাজ্জাক মোল্লা (৭০)।

আরও পড়ুন: রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

ফরিদপুর সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৪৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৭০৪ জন। এছাড়া ফরিদপুর থেকে বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে ১১ জন রোগীকে।

তিনি আরও বলেন, বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৯৩ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৯ জন এবং ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৫২ জন। এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ হাজার ২১৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এন কে বি নয়ন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।