সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ বৃদ্ধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১০:০৪ পিএম, ১৬ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে পাওনা টাকা আদায়ে আখিরা নদী সাঁতরে বাড়ি ফেরার পথে আছিয়া বেগম (৬০) নামের এক নারী নিখোঁজ রয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) রাতে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে সকাল ১০টার দিকে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের পশ্চিম মির্জাপুর (প্রজাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ আছিয়া একই গ্রামের মৃত মেরাজ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, আছিয়ার স্বামী-সন্তান না থাকায় তিনি বাবার বাড়িতেই বসবাস করতেন। জীবিকার তাগিদে আখিরা নদীর ওপারে জনৈক নুরুল ইসলামের কাছে একটি গরু আধাআধি চুক্তিতে পালনের জন্য দেন আছিয়া। সোমবার সকালে ওই গরু বিক্রির পাওনা টানা আনতে যান তিনি। পরে ফেরার পথে সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি টিম ও রংপুর থেকে আসা ডুবুরি দল দিনভর চেষ্টা চালিয়েও আছিয়ার কোনো খোঁজ পাননি। পরে সন্ধ্যা ৭টার দিকে অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান বলেন, দিনভর তল্লাশি অভিযান চালিয়েও নিখোঁজ নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, স্রোতে তিনি দূরে ভেসে গেছেন।

শামীম সরকার শাহীন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।