চাঁদপুরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১৮ অক্টোবর ২০২৩

চাঁদপুরে মাদক মামলায় মো. রাসেল (৩৮) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

একই মামলায় অপর দুই আসামি মো. তাজুল ইসলাম (৪৩) ও ফারুক আহমেদকে (৩৮) পাঁচ বছর করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (আদালত-২) এর বিচারক মো. শাহেদুল করিম এ রায় দেন।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড 

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক মো. ইব্রাহীম খলিল গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন ধরণের মাদকসহ আসামি রাসেল ও তাজুল ইসলামকে গ্রেফতার করে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ছিল আসামি ফারুক আহমেদ। তবে তিনি পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে ওইদিন চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক মামুনুর রশিদ মামলাটি তদন্ত শেষে ওই বছর ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুর রহমান ভুঁইয়া ও দেবাশীষ কর মধু জানান, মামলাটি দীর্ঘ ১২ বছরের অধিক সময় চলাকালীন আদালত আটজনের সাক্ষ্যগ্রহণ করেন। মামলার সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা করে আদালত এ রায় দেন। তবে রায়ের সময় আসামিরা উপস্থিত ছিলেন না।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।