গাইবান্ধা

জাতীয় পার্টির সম্মেলন, সড়ক সেজেছে নানা রঙের পোস্টারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৯:৩৩ এএম, ১৯ অক্টোবর ২০২৩

দীর্ঘ ১১ বছর পর গাইবান্ধায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় শহরের ইসলামিয়া হাইস্কুল মাঠে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে।

কাঙ্ক্ষিত এই সম্মেলন ঘিরে জাতীয় পার্টির অঙ্গ-সংগঠনের সব নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন সড়কে সাঁটানো হয়েছে নানা রঙের পোস্টার-ব্যানার। এছাড়া কেন্দ্রীয় নেতাদের বরণে তৈরি করা হয়েছে একাধিক তোরণ।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।এতে প্রধান বক্তা থাকবেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। সম্মেলনের উদ্বোধন করবেন রংপুর সিটি করপোরেশনের মেয়র ও দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে: জিএম কাদের

এছাড়াও সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি আব্দুর রশীদ সরকার।

এরই মধ্যে দলটির পক্ষ থেকে সম্মেলন সফল করতে সব ধরণের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. সরওয়ার হোসেন শাহিন।

তিনি বলেন, ২০১২ সালে জাতীয় পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ১১ বছর পর জেলায় সম্মেলন হচ্ছে। কাঙ্ক্ষিত এ সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূলসহ সর্বস্তরের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। বিশেষ করে কেন্দ্রীয় নেতাদের বরণে উন্মুখ হয়ে আছেন জেলার নেতাকর্মী। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি আর উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে জেলা কমিটির সভাপতি ও সম্পাদকের বিষয়ে কেন্দ্রীয় নেতারা সিদ্ধান্ত নেবেন।

শামীম সরকার শাহীন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।