আওয়ামী লীগ দেশকে ধ্বংস করছে: জি এম কাদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ১৯ অক্টোবর ২০২৩

দুর্নীতি-লুটপাট করে আওয়ামী লীগ দেশ ও দেশের অর্থনীতি ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, উত্তরবঙ্গ হচ্ছে জাতীয় পার্টি ঘাঁটি। আগামীতে মানুষের সমর্থন নিয়ে জাতীয় পার্টি দেশের সকল অত্যাচার ও দুর্নীতি-লুটপাট বন্ধ করবে। এজন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতারা সন্ত্রাসী ও টেন্ডারবাজি করে লুটেপুটে খাচ্ছে। মানুষের প্রতি অত্যাচার, বাড়িঘর ভাঙচুর ও হত্যাকাণ্ডসহ মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এসব ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগ জড়িত। এছাড়া সব ক্ষেত্রেই আওয়ামী লীগের নেতারা ভাগবাটোয়া করে খায় অথচ দোষ হয় জাতীয় পার্টির।

এর আগে দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্ধোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র ও দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা। এতে সভাপতিত্ব করেন দলের প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রশীদ সরকার। সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সভাস্থলে আসেন।

জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সরওয়ার হোসেন শাহিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু ও প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

শামীম সরকার শাহীন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।