গভীর রাতে নারীর ঘরে মেম্বার, গাছে বেঁধে গণধোলাই
গাইবান্ধার পলাশবাড়ীতে এক ইউপি মেম্বারকে গাছে বেঁধে গণধোলাই দিয়েছেন স্থানীয় জনতা। গ্রামবাসীর অভিযোগ, গভীর রাতে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।
অভিযুক্তের নাম রাহিদুল ইসলাম বাবু। তিনি উপজেলার মহদীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার ও বুজ্র বৃষ্টিপুর গ্রামের মো. আব্দুলের ছেলে।
শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মহদীপুর ইউনিয়নের আমলাগাছী বাজার সংলগ্ন জালাগাড়ী দুর্গাপুর গ্রামের দুই সন্তানের জননী এক নারীর সঙ্গে ইউপি মেম্বার রাহিদুল ইসলাম বাবুর পরকীয়া সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিনগত গভীর রাতে তাদের আপত্তিকর অবস্থায় ধরেন স্থানীয়রা। পরে স্থানীয়রা ইউপি মেম্বার বাবুকে আমগাছে বেঁধে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দুজনকেই আটক করে থানায় নিয়ে যায়।
মহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মণ্ডল বলেন, ‘রাহিদুল ইসলাম নাকি এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। নারীঘটিত কারণে তাকে আটকের ঘটনাটি শুনেছি।’
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, ইউপি মেম্বার ও তার পরকীয়া প্রেমিকাকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শামীম সরকার শাহীন/এসআর/জিকেএস