জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আশরাফ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২১ অক্টোবর ২০২৩

অর্থ কেলেঙ্কারি মামলায় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাজী আশরাফ সিদ্দিকী সখীপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের পলাশতলী গ্রামের মৃত সিরাজ মাওলানা। তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, জাপা নেতা কাজী আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে দুটি মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা জারি ছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন: চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ওসি আরও জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়। মামলা দুটি ঢাকার আদালতে করা। ওই দুই মামলায় তিনি সাজাপ্রাপ্ত ছিলেন। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কাজী আশরাফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে দুবার টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি সখীপুর উপজেলা থেকে উপজেলা পরিষদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।