চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:০৪ পিএম, ২১ জুন ২০২৩

কক্সবাজারের কুতুবদিয়ায় হত্যাসহ ডাকাতি মামলায় মো. আব্বাস হায়দার ওরফে ইমন নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২০ জুন) চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইমন কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন উত্তর ধুরং গ্রামের প্রয়াত ফিরোজ আহমেদের ছেলে। বুধবার বেলা সাড়ে ১১টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব-৭ জানায়, কুতুবদিয়ায় ডাকাতি করতে গিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া এক মামলায় মো. আব্বাস হায়দার ইমনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। গ্রেফতার এড়াতে আসামি ইমন ১৫ বছর ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় আত্মগোপন করেছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর এলাকা থেকে ইমনকে গ্রেফতার করে র‌্যাব-৭ এর একটি দল।

এমডিআইএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।