২৮ অক্টোবর রাজপথে দেখা হবে: মায়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২১ অক্টোবর ২০২৩

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ২৮ অক্টোবর বিএনপির সঙ্গে রাজপথে দেখা হবে। এদিন বিএনপিকে প্রতিহত করতে ঢাকার রাজপথে থাকবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ।

শনিবার (২১ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, আগামী নির্বাচনকে বানচাল করার জন্য দেশী এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি শুধু দফা দেয় আর হুঙ্কার দেয়। কোনোটাই হয় না তাদের। আন্দোলন করার কোনো হেডম (ক্ষমতা) তাদের নেই। এসময় আন্দোলনের মাধ্যমে এ বিএনপি জামায়াতকে টেনে হিঁছড়ে নামিয়েছি।

আরও পড়ুন: আওয়ামী লীগের উন্নয়ন অনেকের ভালো লাগে না: মায়া

তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথের মানুষ ও শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা যখন যেই নির্দেশ দেন তা জীবন দিয়ে পালন করে তার কর্মীরা।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারি কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।